স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে

 প্রথমার্ধের শুরু থেকে আক্রমণাত্মক রুপ দেখায় ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। লুইস এনরিকের কৌশালীতে কুপোকাত স্লোভাকিয়া । ১২ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন স্লোভাকিয়ার। ৩০ মিনিটের মাথায় মার্টিন দুবরাবকার গোলে এগিয়ে যায় স্পেন । গোছানো ফুটবল শৌলীর পরও ৪০ মিনিটে হলুদ কার্ড দেখে স্পেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে লাপোর্তে গোলে ২-০ তে এগিয়ে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে স্পেন আরো বেশি আক্রমণাত্মক হয় রুপ নেয়। ৫৬ মিনিটে সারাবিয়া, ৬৭ মিনিটে টোরিস ও ৭১ মিনিটে জুরাজ গোল করলে স্কোর লাইন ৫-০ তে দাড়াই। এ জয়ে স্পেন ৪

পয়েন্ট নিয়ে টেবিলে দুয়ে গ্রুপ শেষ করলো। এবং নকআউটের ষোলেতে জায়গা করে নিল।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ