ইউরো ২০২০গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

 ইউরোর শেষ ষোলোয় ওঠা মোটামুটি নিশ্চিত ছিল ইংল্যান্ডের জন্য। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্ন ছিল, 'ডি' গ্রুপ থেকে গ্যারেথ সাউথগেটের দল কীভাবে শেষ ষোলোয় উঠবে, গ্রুপসেরা নাকি দ্বিতীয় সেরা দল হিসেবে?

ওয়েম্বলিতে আজ চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে সে হিসেব মিলিয়ে নিল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠল সাউথগেটের দল। ১২ মিনিটে ইংল্যান্ডকে জয়সূচক গোলটি এনে দেন উইঙ্গার রহিম স্টার্লিং।তবে গ্রুপের সেরা দল হয়ে শেষ ষোলোয় ওঠায় কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে শক্ত প্রতিপক্ষই পাচ্ছে ইংল্যান্ড। শেষ ষোলোয় 'এফ' গ্রুপ থেকে জার্মানি, পর্তুগাল কিংবা ফ্রান্সের মধ্যে যেকোনো এক দলের মুখোমুখি হবে ইংল্যান্ড।

কাগজে-কলমে এফ গ্রুপ থেকে হাঙ্গেরিরও সম্ভাবনা আছে, সেজন্য অবিশ্বাস্য কিছু ঘটতে হবে গ্রুপটির শেষ রাউন্ডের ম্যাচে।

ইংল্যান্ডের কাছে হারে তৃতীয় দল হিসেবে 'ডি' গ্রুপের খেলা শেষ করল চেক প্রজাতন্ত্র। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকে রইল চেকদের জন্য।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ

স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে