ব্লাকক্যাপ ডেরায় চ্যাম্পিয়ান ট্রফি

আগে থেকে আওহায় বৃষ্টির সঙ্কা ছিল টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল নিয়ে, হলেও তাই



বৃষ্টিতে খেলা গড়ালো ৬ষ্ট দিনে। আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শেষ করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩২ রানের লিড নিয়েছে বিরাট কোহলির দল। ব্লাক ক্যাপ অধিনায়ক ট্রস জিতে বল করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে কাইল জেমিসনের পাঁচ উইকেটে ভারত অলআউন হয় ২১৭/১০ করে। অপর দিকে ব্যাটিংয়ে ব্লাকক্যাপদের সংগ্রহ ২৪৯/১০।ব্লাক ক্যাপরা ৩২ রানের লিডে ভারতকে ২য় ইনিংসে ব্যাটিংয়ে পাঠালে ১৭০/১০ রানে ভারত ধরাসয়ী হয়। ১৩৯ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাটিং শুরু করে। ব্লাক ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসের
অপরাজিত ৫২ রান ও অভিজ্ঞ রস টেইলরের অপরাজিত ৪৭ রানের সুবাদে ৮ উইকেটে জিতে নিউজিল্যান্ড।গত ওডিআই বিশ্বকাপ ২০১৯ এর না পাওয়া থেকে এবার ব্লাক ক্যাপ ডেরায় টেস্ট চ্যাম্পিয়ানশিপ।

প্রথম ইনিংস ঃ
ভারত -----২১৭/১০ ( কাইল জেমিসন ৩১/৫) (রাহানে ৪৯,ভিরাট কোহলি ৪৪)

নিউজিল্যান্ড ------২৪৯/১০
(মোহাম্মদ শামি ৭৬/৪)
(কনওয়েল ৫৪)

২য় ইনিংস ঃ
ভারত -----১৭০/১০
(টিম সাউদি ৪৮/৪)
(প্যান্ট ৪১)
নিউজিল্যান্ড-----১৪০/২
(অশরিন ১৭/২)
(উইলিয়ামস ৫২,রস টেইলর ৪৭)

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ

স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে