মদরিচ-ঝলকে শেষ ষোলোয় ক্রোয়েশিয়া
![]() |
| লুকা মদরিচের অসাধারণ পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ছবি: রয়টার্স |
ম্যাচের শুরু থেকেই স্কটল্যান্ডের রক্ষণে চাপ তৈরি করে খেলতে থাকে ক্রোয়েশিয়া। এর পুরস্কারও তারা পেয়ে যায় ১৭ মিনিটে। ডানপ্রান্ত থেকে আসা একটি ক্রসে হেড দিয়ে বল স্কটল্যান্ডের ডি-বক্সে রাখেন ইভান পেরিসিচ। বক্সের মধ্যে শুয়ে পড়ে বাঁ পায়ের দুর্দান্ত শটে তা জালে জড়ান নিকোলা ভ্লাসিচ।পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠা স্কটিশরা দ্রুতই প্রতিক্রিয়া দেখায়। ২৩ মিনিটে ভালো একটি প্রতি আক্রমণও করে তারা। কিন্তু ম্যাকগিলের হেড থেকে পাওয়া বলটি লক্ষ্যে রাখতে পারেননি লিন্ডন ডাইকস। গোল শোধ করতে অবশ্য খুব বেশি সময়ও নেয়নি স্কটিশরা। ৪২ মিনিটে আবার একটি প্রতি আক্রমণ থেকে বল পেয়ে যান ম্যাগ্রেগর। ক্রোয়েশিয়ার চারজন খেলোয়াড়ের মাঝ দিয়ে নিচু শটে বল জালে জড়ান তিনি। দুই মিনিট পরই এগিয়ে যেতে পারত স্কটিশরা। কিন্তু স্কটিশদের আরেকটু দুর্দান্ত আক্রমণ রুখে দেন ক্রোয়াট গোলকিপার লিভাকোভিচ।
দ্বিতীয়ার্ধের শুরুতে ক্রোয়াট রক্ষণে চাপ তৈরি করে স্কটল্যান্ড। ৪৯ মিনিটে গোল পেতে পেতেও পায়নি তারা। দ্বিতীয়র্ধের মিনিট পনের আকাশে উড়তে থাকা স্কটিশদের মাটিতে নামিয়ে আনেন মদরিচ। বক্সের বাইরে বল পেয়ে ডান পায়ের বাইরের পাশ দিয়ে নেওয়া দুর্দান্ত এক শটে ক্রােয়েশিয়াকে ২-১ গোলে এগিয়ে দেন তিনি। ৭৭ মিনিটে ব্যবধান ৩-১ করেন পেরিসিচ। মদরিচের নেওয়া কর্নার কিকে অসাধারণ এক হেডে বল জালে জড়ান তিনি।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন