বাঁচা-মরার মিশনে প্স্পেন-পোল্যান্ড


ইউরোপ সেরার মহারণে রাতে মাঠে লড়বে গ্রুপ - ই চার দল।এ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে সুইডেন। 
দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে অনেকটা এগিয়ে। ৩ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া আছে দুইয়ে। অপর দিকে দিকে শেষ ম্যাচে পোল্যান্ডের ড্র করা স্পেন পয়েন্ট টেবিলের তিনে । গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।সমীকরণে পয়েন্ট টেবিলের শেষের তিন দলেরই নাজুক অবস্হা শেষ ষোল ধরে রাখার মিশন।বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় হবে ম্যাচ দুটি। মুখোমুখি হবে স্লোভাকিয়া -স্পেন ও সুইডেন-পোল্যান্ড। গ্রুপে সুইডেনর নকআউন নিশ্চিত হয়ে গেছে।আজ শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ান হবে তারা। অপর দিকে হার এড়াতে পারলেই নকআউট নিশ্চিত স্লোভাকিয়ার।জিতলেই নকআউট নিশ্চিত ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের সামনে। ড্র করলেও অপেক্ষার প্রহর থাকবে সুইডের না জেতার উপর। শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প নেয় বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কির দলের। স্পেন-স্লোভাকিয়া ম্যাচের অতীত পরিসংখ্যানের ২৩ জয়ে স্পেনের হার ৬বার। সেদিক দিয়ে স্পেন কোচের স্বস্তির নিশ্বাস । অপর পরিসংখ্যানে সমান ১১ জয়ে পোল্যান্ড,সুইডেন। নিশ্বাসের জায়গায় কিছু ঘার্তি থাকলেও পোল্যান্ড জয় নিয়ে নকআউট নিশ্চিত করতে চায়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ

স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে