পর্তুগাল -ফ্রান্স ড্র ম্যাচে রোনালদোর গোল ইতিহাস
ক্ষনে ক্ষনে ম্যাচের গতি পথ বদলানোর ম্যাচে
ফ্রান্সের জালে বল পাঠিয়ে উদযাপনে মাতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো ।
ফুটবল বিশ্বের দুই দলের মহারণ লড়ায়ের, প্রথমার্ধের ১৬ মিনিটে ফ্রান্স সুযোগ তৈরি করলেও এমবাপের শর্ট রুখে দেয় পর্তুগাল গোল রক্ষক রুই পাত্রিসিও। কিছু সময় ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদোর বা পায়ের শর্ট ভ্রষ্ট হয় । পাল্টাপাল্টি আক্রমণে ফ্রান্সের গোল রক্ষকের ভুলে ৩১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় পর্তুগাল। পেনাল্টি শটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো । ৩৫ ও ৩৯ মিনিটে হারনানডেস ও গ্রিজম্যান হলুদ কার্ড পাওয়ার পরও ৪৫ মিনিটে এমবাপ্পের কৌশলে পেনাল্টি আদায় করে নেই ফ্রান্স,গোল করেন রিয়াল ফরোয়ার্ড কারীম বেনজেমা। দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৭ মিনিটে আবারো গোল করে কারীম বেনজেমা। ৫৭ মিনিটের মাথায় আবারো পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ গোল করার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন। এর আগে ১০৯ নিয়ে সর্বোচ্চ গোলের খেতাব ছিল ইরানের আলি দাইয়ের। ৬৭ মিনিটে পগবার বিধ্বংসী শর্ট আবারো প্রতিরোধ করেন পর্তুগাল গোল রক্ষক রুই পাত্রিসিও।নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে গোল না হওয়ার ২-২ গোলে ড্র নিয়ে নক আউটে পর্তুগাল -ফ্রান্স ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন