পোস্টগুলি

পর্তুগাল -ফ্রান্স ড্র ম্যাচে রোনালদোর গোল ইতিহাস

ছবি
ক্ষনে ক্ষনে ম্যাচের গতি পথ বদলানোর ম্যাচে ফ্রান্সের জালে বল পাঠিয়ে উদযাপনে মাতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো । ফুটবল বিশ্বের দুই দলের মহারণ লড়ায়ের, প্রথমার্ধের ১৬ মিনিটে ফ্রান্স সুযোগ তৈরি করলেও এমবাপের শর্ট রুখে দেয় পর্তুগাল গোল রক্ষক রুই পাত্রিসিও। কিছু সময় ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদোর বা পায়ের শর্ট ভ্রষ্ট হয় । পাল্টাপাল্টি আক্রমণে ফ্রান্সের গোল রক্ষকের ভুলে ৩১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় পর্তুগাল। পেনাল্টি শটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো । ৩৫ ও ৩৯ মিনিটে হারনানডেস ও গ্রিজম্যান হলুদ কার্ড পাওয়ার পরও ৪৫ মিনিটে এমবাপ্পের কৌশলে পেনাল্টি আদায় করে নেই ফ্রান্স,গোল করেন রিয়াল ফরোয়ার্ড কারীম বেনজেমা। দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৭ মিনিটে আবারো গোল করে কারীম বেনজেমা। ৫৭ মিনিটের মাথায় আবারো পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ গোল করার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন। এর আগে ১০৯ নিয়ে সর্বোচ্চ গোলের খেতাব ছিল ইরানের আলি দাইয়ের। ৬৭ মিনিটে পগবার বিধ্বংসী শর্ট আবারো প্রত...

স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে

ছবি
  প্রথমার্ধের শুরু থেকে আক্রমণাত্মক রুপ দেখায় ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। লুইস এনরিকের কৌশালীতে কুপোকাত স্লোভাকিয়া । ১২ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন স্লোভাকিয়ার। ৩০ মিনিটের মাথায় মার্টিন দুবরাবকার গোলে এগিয়ে যায় স্পেন । গোছানো ফুটবল শৌলীর পরও ৪০ মিনিটে হলুদ কার্ড দেখে স্পেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে লাপোর্তে গোলে ২-০ তে এগিয়ে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে স্পেন আরো বেশি আক্রমণাত্মক হয় রুপ নেয়। ৫৬ মিনিটে সারাবিয়া, ৬৭ মিনিটে টোরিস ও ৭১ মিনিটে জুরাজ গোল করলে স্কোর লাইন ৫-০ তে দাড়াই। এ জয়ে স্পেন ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুয়ে গ্রুপ শেষ করলো। এবং নকআউটের ষোলেতে জায়গা করে নিল।

আইন নিয়ে কেন পড়বেন ?

  👉 ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, প্রকৌশলসহ হরেক রকমের বিষয় আছে বিশ্ববিদ্যালয়গুলোয়। কোন বিষয়ে পড়ব, সিদ্ধান্ত নেওয়াই কঠিন। সাধারণত অভিভাবকরা চান, ছেলে-মেয়ে যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। তবে আজ আমরা কথা বলবো কেন আপনি আইন বিভাগ নিয়ে পড়বেন। এ বিষয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অর্পিতা শামস মিজান। দেশের প্রায় প্রতিটি পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই আইন বিভাগ রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স পড়ানো হয়। তবে সার্বিকভাবে আইন পড়তে হলে কিছু বিষয় একজনকে জানতেই হবে। এর মধ্যে অন্যতম ‘জুরিসপ্র‍ুডেনস’, যা একাধারে আইনের বিজ্ঞান, দর্শন ও ব্যাকরণ। আইনের প্রাথমিক ধারণাগুলো এখানে আলোচনা করা হয়। তা ছাড়া পড়ানো হয় সাংবিধানিক আইন, যা ছাড়া আমরা এ দেশের আইনগুলো বুঝতেই পারব না। বাংলাদেশে পারিবারিক আইনগুলোতে ধর্মীয় আইনের যে গভীর প্রভাব রয়েছে, তা আমরা বুঝি মুসলিম ও হিন্দু আইন পড়তে গেলে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সদস্য হিসেবে বাংলাদেশকে কী কী আইন মেনে চলতে হবে, তা পড়ানো হয় আন্তর্জাতিক আইনে। তাছাড়া স্নাতক পর্যায়ে ভূমি আইন, ক্রয়বিক্রয়–সংক্রান্ত আইন, পরিবেশ আইন, ক্রিমিনোলজি, সিপিসি, সিআরপিস...

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ

  ✅ আইনজীবী কে? একজন আইনজীবী হলেন 'আইন ব্যবসায়ী’। যাকে বিভিন্ন দেশে এ্যাডভোকেট, ব্যারিস্টার, এটর্নি, সলিসিটর বা আইনি উপদেষ্টা হিসেবে ডাকা হয়। আইনজীবী মূলত আইনের তাত্ত্বিক বিষয়গুলির বাস্তব প্রয়োগের মাধ্যমে কোন ভূক্তভোগী ব্যক্তির বা কোম্পানীর আইনী সমস্যার সমাধানের কাজ করে থাকেন। অনেকেই আছেন যারা আইনজীবী হতে চান। কিন্তু জানেন না আপনাকে কি করতে হবে বা কিভাবে পড়াশোনা করতে হবে বা পড়াশোনা শেষ করেই বা কি করতে হবে। এই আর্টিকেলে আমি সম্পূর্ণ ধরনা দেওয়ার চেষ্টা করবো। আলোচনা করবো আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতাসমূহ নিয়ে। তার জন্য সম্পূর্ণ লেখাটি আপনাকে পড়তে হবে। আইনপেশা একটি স্বনামধন্য পেশা। এর জন্য কেউ শখের বসে বা পারিবারিক প্রয়োজনে বা স্বাধীন পেশা হিসেবে বা সেবামূলক পেশার কারণে বেছে নিতে চান আইন পেশাকে। আইন বিষয়ে পাস করার পর একসময় খুব সহজে বার কাউন্সিলের সনদ নিয়ে আইনজীবী হওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে এ পেশা প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বর্তমান সময়ে BCS (Bangladesh Civil Service) পরীক্ষার মতই তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পর আইনজীবীদের সনদ প্রদান করা হয়। ✅ আইনজীবী হওয়ার যোগ্যতা আইনজীবী হতে হল...

ব্লাকক্যাপ ডেরায় চ্যাম্পিয়ান ট্রফি

ছবি
আগে থেকে আওহায় বৃষ্টির সঙ্কা ছিল টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল নিয়ে, হলেও তাই । বৃষ্টিতে খেলা গড়ালো ৬ষ্ট দিনে। আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শেষ করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩২ রানের লিড নিয়েছে বিরাট কোহলির দল। ব্লাক ক্যাপ অধিনায়ক ট্রস জিতে বল করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে কাইল জেমিসনের পাঁচ উইকেটে ভারত অলআউন হয় ২১৭/১০ করে। অপর দিকে ব্যাটিংয়ে ব্লাকক্যাপদের সংগ্রহ ২৪৯/১০।ব্লাক ক্যাপরা ৩২ রানের লিডে ভারতকে ২য় ইনিংসে ব্যাটিংয়ে পাঠালে ১৭০/১০ রানে ভারত ধরাসয়ী হয়। ১৩৯ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাটিং শুরু করে। ব্লাক ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসের অপরাজিত ৫২ রান ও অভিজ্ঞ রস টেইলরের অপরাজিত ৪৭ রানের সুবাদে ৮ উইকেটে জিতে নিউজিল্যান্ড।গত ওডিআই বিশ্বকাপ ২০১৯ এর না পাওয়া থেকে এবার ব্লাক ক্যাপ ডেরায় টেস্ট চ্যাম্পিয়ানশিপ। প্রথম ইনিংস ঃ ভারত -----২১৭/১০ ( কাইল জেমিসন ৩১/৫) (রাহানে ৪৯,ভিরাট কোহলি ৪৪) নিউজিল্যান্ড ------২৪৯/১০ (মোহাম্মদ শামি ৭৬/৪) (কনওয়েল ৫৪) ২য় ইনিংস ঃ ভারত -----১৭০/১০ (টিম সাউদি ৪৮/৪) (প্যান্ট ৪১) নিউজিল্যান্ড-----১৪০...
ছবি
  নক আউট মিশনে ফ্রান্স বাঁধা পর্তুগালের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে এফ গ্রুপে থাকা ২০১৬ ইউরো চ্যাম্পিয়ান পর্তুগাল । তাদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স। আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়া ফরাসিদের সামনে গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার হাতছানি। অপরদিকে গ্রুপে তিনে থাকা পর্তুগালের সামনে নকআউট ও গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য। বাংলাদেশ সময় রাত ১ টায় মহারন শুরু হবে।এদিন ফ্র্যান্সের সামনে ২০১৬ সেমিফাইনালের হারের প্রতিশোধের লড়াই। পরিসংখ্যানে এগিয়ে ফরাসিরা তাদের ১৯ জয়ের বিপরীতে হার ৬ বার। কিন্তু সাম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর ফোর্ম আশা জাগাচ্ছে পর্তুগিজ শিবিরে।

বাঁচা-মরার মিশনে প্স্পেন-পোল্যান্ড

ছবি
ইউরোপ সেরার মহারণে রাতে মাঠে লড়বে গ্রুপ - ই চার দল।এ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে সুইডেন ।  দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে অনেকটা এগিয়ে। ৩ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া আছে দুইয়ে। অপর দিকে দিকে শেষ ম্যাচে পোল্যান্ডের ড্র করা স্পেন পয়েন্ট টেবিলের তিনে । গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।সমীকরণে পয়েন্ট টেবিলের শেষের তিন দলেরই নাজুক অবস্হা শেষ ষোল ধরে রাখার মিশন।বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় হবে ম্যাচ দুটি। মুখোমুখি হবে স্লোভাকিয়া -স্পেন ও সুইডেন-পোল্যান্ড। গ্রুপে সুইডেনর নকআউন নিশ্চিত হয়ে গেছে।আজ শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ান হবে তারা। অপর দিকে হার এড়াতে পারলেই নকআউট নিশ্চিত স্লোভাকিয়ার।জিতলেই নকআউট নিশ্চিত ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের সামনে। ড্র করলেও অপেক্ষার প্রহর থাকবে সুইডের না জেতার উপর। শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প নেয় বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কির দলের। স্পেন-স্লোভাকিয়া ম্যাচের অতীত পরিসংখ্যানের ২৩ জয়ে স্পেনের হার ৬বার। সেদিক দিয়ে স্পেন কোচের স্বস্তির নিশ্বাস । অপর পরিসংখ্যানে সমান ১১ জয়ে পোল্যান্ড,সু...