পোস্টগুলি

জুন, ২০২১ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

পর্তুগাল -ফ্রান্স ড্র ম্যাচে রোনালদোর গোল ইতিহাস

ছবি
ক্ষনে ক্ষনে ম্যাচের গতি পথ বদলানোর ম্যাচে ফ্রান্সের জালে বল পাঠিয়ে উদযাপনে মাতার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো । ফুটবল বিশ্বের দুই দলের মহারণ লড়ায়ের, প্রথমার্ধের ১৬ মিনিটে ফ্রান্স সুযোগ তৈরি করলেও এমবাপের শর্ট রুখে দেয় পর্তুগাল গোল রক্ষক রুই পাত্রিসিও। কিছু সময় ব্যবধানে ক্রিস্টিয়ানো রোনালদোর বা পায়ের শর্ট ভ্রষ্ট হয় । পাল্টাপাল্টি আক্রমণে ফ্রান্সের গোল রক্ষকের ভুলে ৩১ মিনিটের মাথায় পেনাল্টি আদায় করে নেয় পর্তুগাল। পেনাল্টি শটে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো । ৩৫ ও ৩৯ মিনিটে হারনানডেস ও গ্রিজম্যান হলুদ কার্ড পাওয়ার পরও ৪৫ মিনিটে এমবাপ্পের কৌশলে পেনাল্টি আদায় করে নেই ফ্রান্স,গোল করেন রিয়াল ফরোয়ার্ড কারীম বেনজেমা। দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৭ মিনিটে আবারো গোল করে কারীম বেনজেমা। ৫৭ মিনিটের মাথায় আবারো পেনাল্টি থেকে গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এ গোল করার মধ্যে দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১১০ গোলের রেকর্ড গড়লেন। এর আগে ১০৯ নিয়ে সর্বোচ্চ গোলের খেতাব ছিল ইরানের আলি দাইয়ের। ৬৭ মিনিটে পগবার বিধ্বংসী শর্ট আবারো প্রত...

স্লোভাকিয়ার বিধ্বস্তে স্পেন নকআউটে

ছবি
  প্রথমার্ধের শুরু থেকে আক্রমণাত্মক রুপ দেখায় ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। লুইস এনরিকের কৌশালীতে কুপোকাত স্লোভাকিয়া । ১২ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন স্লোভাকিয়ার। ৩০ মিনিটের মাথায় মার্টিন দুবরাবকার গোলে এগিয়ে যায় স্পেন । গোছানো ফুটবল শৌলীর পরও ৪০ মিনিটে হলুদ কার্ড দেখে স্পেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত মিনিটে লাপোর্তে গোলে ২-০ তে এগিয়ে শেষ করে প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে স্পেন আরো বেশি আক্রমণাত্মক হয় রুপ নেয়। ৫৬ মিনিটে সারাবিয়া, ৬৭ মিনিটে টোরিস ও ৭১ মিনিটে জুরাজ গোল করলে স্কোর লাইন ৫-০ তে দাড়াই। এ জয়ে স্পেন ৪ পয়েন্ট নিয়ে টেবিলে দুয়ে গ্রুপ শেষ করলো। এবং নকআউটের ষোলেতে জায়গা করে নিল।

আইন নিয়ে কেন পড়বেন ?

  👉 ইতিহাস, বিজ্ঞান, সাহিত্য, প্রকৌশলসহ হরেক রকমের বিষয় আছে বিশ্ববিদ্যালয়গুলোয়। কোন বিষয়ে পড়ব, সিদ্ধান্ত নেওয়াই কঠিন। সাধারণত অভিভাবকরা চান, ছেলে-মেয়ে যেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হয়। তবে আজ আমরা কথা বলবো কেন আপনি আইন বিভাগ নিয়ে পড়বেন। এ বিষয়ে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রভাষক অর্পিতা শামস মিজান। দেশের প্রায় প্রতিটি পাবলিক কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয়েই আইন বিভাগ রয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্স পড়ানো হয়। তবে সার্বিকভাবে আইন পড়তে হলে কিছু বিষয় একজনকে জানতেই হবে। এর মধ্যে অন্যতম ‘জুরিসপ্র‍ুডেনস’, যা একাধারে আইনের বিজ্ঞান, দর্শন ও ব্যাকরণ। আইনের প্রাথমিক ধারণাগুলো এখানে আলোচনা করা হয়। তা ছাড়া পড়ানো হয় সাংবিধানিক আইন, যা ছাড়া আমরা এ দেশের আইনগুলো বুঝতেই পারব না। বাংলাদেশে পারিবারিক আইনগুলোতে ধর্মীয় আইনের যে গভীর প্রভাব রয়েছে, তা আমরা বুঝি মুসলিম ও হিন্দু আইন পড়তে গেলে। আন্তর্জাতিক পরিমণ্ডলের সদস্য হিসেবে বাংলাদেশকে কী কী আইন মেনে চলতে হবে, তা পড়ানো হয় আন্তর্জাতিক আইনে। তাছাড়া স্নাতক পর্যায়ে ভূমি আইন, ক্রয়বিক্রয়–সংক্রান্ত আইন, পরিবেশ আইন, ক্রিমিনোলজি, সিপিসি, সিআরপিস...

#বাংলাদেশে_আইনজীবী_হওয়ার_যোগ্যতা_অযোগ্যতা_এবং_পরীক্ষার_ধাপসমূহ

  ✅ আইনজীবী কে? একজন আইনজীবী হলেন 'আইন ব্যবসায়ী’। যাকে বিভিন্ন দেশে এ্যাডভোকেট, ব্যারিস্টার, এটর্নি, সলিসিটর বা আইনি উপদেষ্টা হিসেবে ডাকা হয়। আইনজীবী মূলত আইনের তাত্ত্বিক বিষয়গুলির বাস্তব প্রয়োগের মাধ্যমে কোন ভূক্তভোগী ব্যক্তির বা কোম্পানীর আইনী সমস্যার সমাধানের কাজ করে থাকেন। অনেকেই আছেন যারা আইনজীবী হতে চান। কিন্তু জানেন না আপনাকে কি করতে হবে বা কিভাবে পড়াশোনা করতে হবে বা পড়াশোনা শেষ করেই বা কি করতে হবে। এই আর্টিকেলে আমি সম্পূর্ণ ধরনা দেওয়ার চেষ্টা করবো। আলোচনা করবো আইনজীবী হওয়ার যোগ্যতা এবং অযোগ্যতাসমূহ নিয়ে। তার জন্য সম্পূর্ণ লেখাটি আপনাকে পড়তে হবে। আইনপেশা একটি স্বনামধন্য পেশা। এর জন্য কেউ শখের বসে বা পারিবারিক প্রয়োজনে বা স্বাধীন পেশা হিসেবে বা সেবামূলক পেশার কারণে বেছে নিতে চান আইন পেশাকে। আইন বিষয়ে পাস করার পর একসময় খুব সহজে বার কাউন্সিলের সনদ নিয়ে আইনজীবী হওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে এ পেশা প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। বর্তমান সময়ে BCS (Bangladesh Civil Service) পরীক্ষার মতই তিন ধাপে উত্তীর্ণ হওয়ার পর আইনজীবীদের সনদ প্রদান করা হয়। ✅ আইনজীবী হওয়ার যোগ্যতা আইনজীবী হতে হল...

ব্লাকক্যাপ ডেরায় চ্যাম্পিয়ান ট্রফি

ছবি
আগে থেকে আওহায় বৃষ্টির সঙ্কা ছিল টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল নিয়ে, হলেও তাই । বৃষ্টিতে খেলা গড়ালো ৬ষ্ট দিনে। আজ নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৬৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শেষ করেছে ভারত। দ্বিতীয় ইনিংসে ৩২ রানের লিড নিয়েছে বিরাট কোহলির দল। ব্লাক ক্যাপ অধিনায়ক ট্রস জিতে বল করার সিদ্ধান্ত নেন। বৃষ্টি বিঘ্নিত প্রথম ইনিংসে কাইল জেমিসনের পাঁচ উইকেটে ভারত অলআউন হয় ২১৭/১০ করে। অপর দিকে ব্যাটিংয়ে ব্লাকক্যাপদের সংগ্রহ ২৪৯/১০।ব্লাক ক্যাপরা ৩২ রানের লিডে ভারতকে ২য় ইনিংসে ব্যাটিংয়ে পাঠালে ১৭০/১০ রানে ভারত ধরাসয়ী হয়। ১৩৯ রানের টার্গেটে ২য় ইনিংসে ব্যাটিং শুরু করে। ব্লাক ক্যাপ অধিনায়ক কেইন উইলিয়ামসের অপরাজিত ৫২ রান ও অভিজ্ঞ রস টেইলরের অপরাজিত ৪৭ রানের সুবাদে ৮ উইকেটে জিতে নিউজিল্যান্ড।গত ওডিআই বিশ্বকাপ ২০১৯ এর না পাওয়া থেকে এবার ব্লাক ক্যাপ ডেরায় টেস্ট চ্যাম্পিয়ানশিপ। প্রথম ইনিংস ঃ ভারত -----২১৭/১০ ( কাইল জেমিসন ৩১/৫) (রাহানে ৪৯,ভিরাট কোহলি ৪৪) নিউজিল্যান্ড ------২৪৯/১০ (মোহাম্মদ শামি ৭৬/৪) (কনওয়েল ৫৪) ২য় ইনিংস ঃ ভারত -----১৭০/১০ (টিম সাউদি ৪৮/৪) (প্যান্ট ৪১) নিউজিল্যান্ড-----১৪০...
ছবি
  নক আউট মিশনে ফ্রান্স বাঁধা পর্তুগালের সামনে ইউরোপিয়ান চ্যাম্পিয়ানশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রাতে মাঠে নামবে এফ গ্রুপে থাকা ২০১৬ ইউরো চ্যাম্পিয়ান পর্তুগাল । তাদের প্রতিপক্ষ ২০১৮ বিশ্ব চ্যাম্পিয়ান ফ্রান্স। আগেই নকআউট নিশ্চিত হয়ে যাওয়া ফরাসিদের সামনে গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার হাতছানি। অপরদিকে গ্রুপে তিনে থাকা পর্তুগালের সামনে নকআউট ও গ্রুপ চ্যাম্পিয়ান হওয়ার লক্ষ্য। বাংলাদেশ সময় রাত ১ টায় মহারন শুরু হবে।এদিন ফ্র্যান্সের সামনে ২০১৬ সেমিফাইনালের হারের প্রতিশোধের লড়াই। পরিসংখ্যানে এগিয়ে ফরাসিরা তাদের ১৯ জয়ের বিপরীতে হার ৬ বার। কিন্তু সাম্প্রতি ক্রিস্টিয়ানো রোনালদোর ফোর্ম আশা জাগাচ্ছে পর্তুগিজ শিবিরে।

বাঁচা-মরার মিশনে প্স্পেন-পোল্যান্ড

ছবি
ইউরোপ সেরার মহারণে রাতে মাঠে লড়বে গ্রুপ - ই চার দল।এ গ্রুপে পয়েন্ট টেবিলের শীর্ষে সুইডেন ।  দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলোর পথে অনেকটা এগিয়ে। ৩ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া আছে দুইয়ে। অপর দিকে দিকে শেষ ম্যাচে পোল্যান্ডের ড্র করা স্পেন পয়েন্ট টেবিলের তিনে । গ্রুপে ১ পয়েন্ট নিয়ে তলানিতে আছে রবার্ট লেভানডফস্কির পোল্যান্ড।সমীকরণে পয়েন্ট টেবিলের শেষের তিন দলেরই নাজুক অবস্হা শেষ ষোল ধরে রাখার মিশন।বুধবার বাংলাদেশ সময় রাত ১০ টায় হবে ম্যাচ দুটি। মুখোমুখি হবে স্লোভাকিয়া -স্পেন ও সুইডেন-পোল্যান্ড। গ্রুপে সুইডেনর নকআউন নিশ্চিত হয়ে গেছে।আজ শেষ ম্যাচে ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ান হবে তারা। অপর দিকে হার এড়াতে পারলেই নকআউট নিশ্চিত স্লোভাকিয়ার।জিতলেই নকআউট নিশ্চিত ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের সামনে। ড্র করলেও অপেক্ষার প্রহর থাকবে সুইডের না জেতার উপর। শেষ ষোলোয় উঠতে জয়ের বিকল্প নেয় বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কির দলের। স্পেন-স্লোভাকিয়া ম্যাচের অতীত পরিসংখ্যানের ২৩ জয়ে স্পেনের হার ৬বার। সেদিক দিয়ে স্পেন কোচের স্বস্তির নিশ্বাস । অপর পরিসংখ্যানে সমান ১১ জয়ে পোল্যান্ড,সু...

আর্জেন্টাইনরা 35 বছর ধরে ম্যারাডোনার সেঞ্চুরির গোলটি স্মরণ করে

ছবি
ডিয়েগো ম্যারাডোনা  আজ থেকে ৩৫ বছর আগে ডিয়েগো ম্যারাডোনা ইংল্যান্ডকে খেলতে শিখিয়েছিলেন, এবং তারিখটি নজরে পড়েনি আর্জেন্টিনায়, যেখানে তাঁর দেশবাসী তার "শতাব্দীর লক্ষ্য" স্মরণ করেছিলেন দেশজুড়ে উল্লাস ও করতালি দিয়ে। ম্যারাডোনা ১৯৮ ৬ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-1 ব্যবধানে দু'বার জিতল, যার মধ্যে দ্বিতীয়টি ছিল একক গোলে প্রায়শই করা সবচেয়ে বড় গোল হিসাবে দেখা যায়।কীর্তিটি মনে রাখতে, আর্জেন্টাইনরা তাদের জানালা, বারান্দা এবং উদ্যানগুলিতে "Gooooooooool!" যথাযথ 16:09 এ, ঠিক ২২ শে জুন, 1986 সালের ২২ শে জুন অ্যাজটেক স্টেডিয়ামে বলটি জালে এসেছিল। "লক্ষ্যটি এতটাই অবিশ্বাস্য ছিল যে এটি পুরো দেশকে একটি বিস্মৃতিতে প্রেরণ করেছিল," স্মরণ করে বুয়েনস আইরেসের মুরালিস্ট লিওনার্দো অলিভার। গত বছর যখন ম্যারাডোনা মারা গিয়েছিল তখন দেশটি শোকের উদ্রেক করে শোকের কবলে পড়েছিল যা চিত্রিত করেছিল যে ১৯৮6 সালে মেক্সিকোতে শিরোপা জয়ের পর থেকে তিনি এমন একটি জাতির প্রতি কতটা বোঝাতে চেয়েছিলেন যে বিশ্বকাপ জিতেনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ...

ডেল্টা, কপ্পা কোভিড -19 ভেরিয়েন্টের বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন কার্যকর

ছবি
  অস্ট্রাজেনেকা পিএলসি-র কোভিড -১৯ ভ্যাকসিনটি ডেল্টা এবং কাপা ভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর, যা ভারতে প্রথম চিহ্নিত হয়েছিল, সংস্থাটি একটি গবেষণার বরাত দিয়ে মঙ্গলবার জানিয়েছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় উদ্ধারকৃত ব্যক্তিদের কাছ থেকে এবং ডেল্টা ও কাপা ভেরিয়েন্টগুলি নিরপেক্ষ করার জন্য টিকা দেওয়া ব্যক্তিদের থেকে রক্তে একচেটিয়া অ্যান্টিবডিগুলির দক্ষতা তদন্ত করা হয়েছে, বিবৃতিতে বলা হয়েছে। গত সপ্তাহে, পাবলিক হেলথ ইংল্যান্ডের (পিএইচই) একটি বিশ্লেষণে দেখা গেছে যে ফাইজার ইনক এবং অ্যাস্ট্রাজেনেকা তৈরি ভ্যাকসিনগুলি ডেল্টা বৈকল্পিক থেকে হাসপাতালে ভর্তির বিরুদ্ধে 90 শতাংশের বেশি উচ্চ সুরক্ষা সরবরাহ করে। সর্বশেষ অক্সফোর্ড অধ্যয়নের ফলাফল পিএইচই দ্বারা সাম্প্রতিক বিশ্লেষণের ভিত্তিতে তৈরি করা হয়েছে, সংস্থাটি বলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী শুক্রবার জানিয়েছেন, ডেল্টা রূপটি এই রোগের বিশ্বব্যাপী প্রভাবশালী সংস্করণে পরিণত হচ্ছে।

মার্কিন যুক্তরাষ্ট্র অস্পষ্ট পরিস্থিতিতে ইরানি নিউজ সাইটগুলি আটক করেছে

ছবি
Joe Biden   আমেরিকান কর্তৃপক্ষ মঙ্গলবার অস্পষ্ট পরিস্থিতিতে ইরানের রাষ্ট্র-সংযুক্ত নিউজ ওয়েবসাইটগুলিকে নামিয়ে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান বলেছে, দু'দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে ইরানি গণমাধ্যমের একটি সুদূরপ্রসারী ক্র্যাকডাউন বলে মনে হয়েছিল এমন একটি পদক্ষেপ। Hassan Rouhani মার্কিন যুক্তরাষ্ট্র প্রায় তিন ডজন ওয়েবসাইট দখল করেছে, যার বেশিরভাগই ইরানের বিশৃঙ্খলা প্রচেষ্টার সাথে জড়িত, আমেরিকার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য রেখেছিলেন, কারণ এই মামলাটি এখনও আমেরিকান সরকার কর্তৃক আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। ইরানের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা আইআরএনএ আরও তথ্য সরবরাহ না করেই মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটগুলি দখল করার ঘোষণা দিয়েছে। ইরানের কট্টরপন্থী বিচার বিভাগীয় প্রধান ইব্রাহিম রাইসির নির্বাচনের জয়ের ঠিক কয়েকদিন পর তেহরানের জরাজীর্ণ পারমাণবিক চুক্তিকে পুনরুত্থিত করতে বিশ্বশক্তিরা হতাশ হয়ে পড়েছে। সোমবার, পশ্চিমে শত্রুতার জন্য খ্যাত রইসি তার প্রথম সংবাদ সম্মেলনে একটি কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি রাষ্ট্রপতি জো বিডেনের সাথে সাক্ষাৎ বা তেহরানের ...

চীনের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানে নিষিদ্ধ ক্রিপ্টোকারেন্সি

ছবি
  ক্রিপ্টোকারেন্সির উপর চীন তার দমননীতি আরও বাড়িয়েছে। সাম্প্রতিক পদক্ষেপে দেশটি ব্যাংক এবং পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে ডিজিটাল মুদ্রা লেনদেনসমর্থন বন্ধ করতে বলেছে।ক্রবার সিচুয়ান প্রদেশে বিটকয়েন মাইনিং কার্যক্রম বন্ধ করার আদেশ দেওয়ার পরপরই এই নির্দেশনা এলো। সোমবার বিটকয়েনের মূল্যে ১০ শতাংশেরও বেশি পতনের পর মঙ্গলবার এশিয়ান ট্রেডিংয়ে এটি স্থিতিশীল হয় বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স। এপ্রিলে প্রতিটি বিটকয়েনের মূল্য রেকর্ড ৬৩ হাজার মার্কিন ডলারে পৌঁছানোর পর থেকে ক্রিপ্টোকারেন্সির মূল্য এখন পর্যন্ত সেখান থেকে প্রায় অর্ধেকে নেমে এসেছে। সোমবার চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি) বলেছে, তারা সম্প্রতি বেশ কয়েকটি প্রধান ব্যাংক এবং পেমেন্ট কোম্পানিকে তলব করেছে। এর মাধ্যমে সংস্থাটি ক্রিপ্টোকারেন্সি'র ব্যবসা নিয়ে প্রতিষ্ঠানগুলোকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। পিবিওসি এক বিবৃতিতে বলেছে, “ব্যাংকগুলিকে ক্রিপ্টোকারেন্সি লেনদেন সংশ্লিষ্ট ট্রেডিং, ক্লিয়ারিং এবং নিষ্পত্তির মতো পণ্য বা পরিষেবা দিতে নিষেধ করা হয়েছে।” ছবি: রয়টার্স সম্পদের দিক থেকে চীনের তৃতীয় বৃহ...

মদরিচ-ঝলকে শেষ ষোলোয় ক্রোয়েশিয়া

ছবি
  লুকা মদরিচের অসাধারণ পারফরম্যান্সে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া।  ছবি: রয়টার্স ফর্ম সাময়িক, মান চিরস্থায়ী; যে কোনো খেলার ক্ষেত্রে সর্বজনিন এ সত্যটাকে আজ আবার মনে করিয়ে দিলেন লুকা মদরিচ। এবারের ইউরোতে প্রথম দুই ম্যাচে ছিলেন নিজের ছায়া হয়ে। কিন্তু আজ দলের সবচেয়ে প্রয়োজনের ম্যাচে নিজের জাতটা আরেকবার ঠিকই চেনালেন ক্রোয়েশিয়ার প্লেমেকার। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছেন। অসাধারণ এক দূরপাল্লার শটে দলের দ্বিতীয় গোলটি করেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। দলের তৃতীয় গোলে রেখেছেন ভূমিকা। তাঁর অসাধারণ এই পারফরম্যান্সে স্কটল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়েশিয়া। ৩ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপের শীর্ষ দল ইংল্যান্ড। ৩ ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সরাসরি শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ক্রোয়াটরা। সমান পয়েন্ট পেলেও তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে চেক প্রজাতন্ত্র। শেষ ষোলোতে জায়গা করে নেওয়ার জন্য তাদের অপেক্ষা করতে হবে প্রথম রাউন্ডের সব খেলা শেষ হওয়া পর্যন্...

ইউরো ২০২০গ্রুপসেরা হয়ে শেষ ষোলোয় ইংল্যান্ড

ছবি
  ইউরোর শেষ ষোলোয় ওঠা মোটামুটি নিশ্চিত ছিল ইংল্যান্ডের জন্য। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ম্যাচের আগে প্রশ্ন ছিল, 'ডি' গ্রুপ থেকে গ্যারেথ সাউথগেটের দল কীভাবে শেষ ষোলোয় উঠবে, গ্রুপসেরা নাকি দ্বিতীয় সেরা দল হিসেবে? ওয়েম্বলিতে আজ চেক প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারিয়ে সে হিসেব মিলিয়ে নিল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বি গ্রুপের সেরা দল হিসেবে শেষ ষোলোয় উঠল সাউথগেটের দল। ১২ মিনিটে ইংল্যান্ডকে জয়সূচক গোলটি এনে দেন উইঙ্গার রহিম স্টার্লিং। তবে গ্রুপের সেরা দল হয়ে শেষ ষোলোয় ওঠায় কোয়ার্টার ফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে শক্ত প্রতিপক্ষই পাচ্ছে ইংল্যান্ড। শেষ ষোলোয় 'এফ' গ্রুপ থেকে জার্মানি, পর্তুগাল কিংবা ফ্রান্সের মধ্যে যেকোনো এক দলের মুখোমুখি হবে ইংল্যান্ড। কাগজে-কলমে এফ গ্রুপ থেকে হাঙ্গেরিরও সম্ভাবনা আছে, সেজন্য অবিশ্বাস্য কিছু ঘটতে হবে গ্রুপটির শেষ রাউন্ডের ম্যাচে। ইংল্যান্ডের কাছে হারে তৃতীয় দল হিসেবে 'ডি' গ্রুপের খেলা শেষ করল চেক প্রজাতন্ত্র। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। ছয়টি গ্রুপে তৃতীয় হওয়া ছয় দলের মধ্যে শীর্ষ চারে থেকে শেষ ষোলোয় ওঠার সম্ভাবনা টিকে রইল চেকদের জন্য।